সোনারগাঁ ভ্রমণ গাইড "এর প্রকাশনা উৎসব - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

সোনারগাঁ ভ্রমণ গাইড "এর প্রকাশনা উৎসব


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ও সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে "সোনারগাঁ ভ্রমণ গাইড "এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।



বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূইঁয়া।


সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে প্রকাশনা উৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘সোনারগাঁ ভ্রমণ গাইড’ এর লেখক একেএম মুজ্জামিল হক।


অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।


এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,এ্যাড. নূর জাহান, সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রর্দশন কর্মকর্তা একে এম আজাদ সরকার, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাগন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, মসলিনখ্যাত নগরী ও প্রাচীন রাজধানী সোনারগাঁ ইতিমধ্যে বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেয়েছে। সোনারগাঁয়ের সুনাম ও কৃতিত্ব আজ বিশ্ব দরবারে প্রতিষ্টিত। ইতিহাস ঐতিহ্যের সোনারগাঁ বাঙালীর গর্ব ও গৌরবের। বছরের ১০ লাখ পর্যটক সোনারগাঁয়ে ভ্রমণে আসেন। শিকড়ের সন্ধানে কোটি মানুষের আবেগে অনুসন্ধানী দৃষ্টিতে লেখক এ ভ্রমণ গাইডে সোনারগাঁয়ের পরিচিতি তুলে ধরেন। এ প্রকাশনাটি সবার কাছে সমাদৃত হবে বলে জানান বক্তারা। প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশ্বমানের স্থাপত্যের মেলবন্ধনে সোনারগাঁকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তেলা এখন শুধুই সময়ের দাবি জানান তারা। সকলেই লেখককে ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭