মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল বিশ্বাস(২৮) ও নাজমুল ওরফে সুজন হোসেন(১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুব আলম আজকের সংবাদ ডটকম নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার পিরোজপুর ইউনিয়নের নিউটাউন সাকিস্থ পুলিশ চেকপোষ্টের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ রুবেল বিশ্বাস ও নাজমুল ওরফে সুজন হোসেন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাশিয়ানী দক্ষিণপাড়া এলাকার এনায়েত বিশ্বাস ওরফ লেবু বিশ্বাস এর ছেলে ও নাজমুল ওরফে সুজন হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বুরুলিয়া গ্রামের লতিফের ছেলে।তারা নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন বলে জানা যায়।
গ্রেফতারকৃতদের নামে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন