সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ছিনতাই মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহারিয়ার হাসান খাঁন সাজু।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার এসআই মহিবুল্লাহ বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। আমরা গতকাল রাত সাড়ে ১২ টায় সোনারগাঁ পৌরসভা এলাকা থেকে তাদের আটক করেছি।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন