নিজস্ব প্রতিবেদকঃ- সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকার পুরানা পল্টনে অবস্থিত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মাঝি শাজলী। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আনিসুর রহমান জাফরী। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা খোরশেদ মুজিব, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এসিস্টেন্ট এটর্নি জেনারেল সারোয়ার এ রত্নাজি, সৈয়দ শাহাদাত হোসাইন ওয়ায়েছি, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, কবি জসিম উদ্দিন ওয়ায়েসি, ইব্রাহিম খলিল প্রধান, আনিসুর রহমান সন্দীপি, আকবর হুসাইন, ইউসুফ রহমান, আহমদ আলী, মুফতি ওবায়দুল্লাহ, গোলাম মোস্তফা, জহিরুল হক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুহিউদ্দিন ও রাশেদুল ইসলাম রাসেল। প্রতিনিধি সম্মেলনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন