সোনারগাঁওয়ে আগুনে পুড়ল তিন কোটি টাকার কাঠ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

সোনারগাঁওয়ে আগুনে পুড়ল তিন কোটি টাকার কাঠ



নিজস্ব প্রতিবেদকঃ-  নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় এক ফার্নিচার দোকানের গোডাউনে  ভয়াবহ অগ্নিকান্ডার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঢাকা ক্লাসিক ফার্নিচার এন্ড ডোর সেন্টার  নামের ওই গোডাউনে রক্ষিত বিপুল পরিমাণ  সেগুন কাঠ ও গামারী কাঠসহ তৈরি ফার্নিচার রক্ষিত ছিল।  যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি চল্লিশ হাজার টাকা। অগ্নিকান্ডে গোডাউনে থাকা সব মালামাল ভষ্মিভূত হয়েছে।

ফার্নিচার দোকানের মালিক অনিল দাস জানান,রাত দুইটা পয়তাল্লিশ মিনিটে মার্কেটের পাহারাদার আমাকে মোবাইলে আগুন লাগার খবর দেয়। আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু আশপাশে পানি না থাকায় প্রয়োজনীয় পানির সংকটে আগুন নেভানো বাঁধার মুখে পরে।

প্রয়োজনীয় পানির সমস্যায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোডাউন  ঘর ও সকল মালামাল  ভস্মিভূত হয়ে যায়।

অনিল দাস  আরো বলেন, কয়েক মাস আগে তিনি এ গোডাউনটি  স্থানীয় আবুল মিয়ার কাছ থেকে ভাড়া  নিয়েছেন। তিনি অনেক টাকা ব্যাংক ঋন নিয়ে এ ব্যবসা শুরু করেছেন। 

চলতি মাসের ১৩ তারিখেও তিনি প্রায় ছয় লক্ষ টাকার নতুন সেগুন কাঠ মজুদ করেছিলেন।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭