মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৩৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পাঞ্চল নিউ টাউন এলাকার চেক পোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মাসুদ পারভেজ চট্টগ্রাম জেলার জোড়ারগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে ।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পংকজ কান্তি সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলমের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পাঞ্চল নিউ টাউন এলাকার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে ৩৫৫০ পিস ইয়াবা উদ্ধার ও একটি বাজাজ পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।
এবিষেয় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মাসুদ পারভেজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন