নিজস্ব প্রতিনিধিঃ -নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাদিপুর ইউনিয়নের লস্কর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সিনিয়র সহ-সভাপতি নূর হোসেন মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সোনারগাঁ উপজেলা সদস্য সচিব আলমগীর কবির, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা মেম্বার, সহ সভাপতি আলী আকবর মেম্বার, তাইজুল ইসলাম মেম্বার, আবুল কাসেম মেম্বার, ফাইজুল ইসলাম মেম্বারসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।
এসময় মতবিনিময় সভায় সিদ্ধান্ত মোতাবেক সাদীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনের সকল নেতৃবৃন্দ কে নিয়ে মাননীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার চলমান দশ বছরের উন্নয়নের বার্তা সকল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে সিদ্ধান্ত নেয়া হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন