সোনারগাঁ প্রতিনিধি:-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ইতিহাসে প্রথম কোন জাতীয় ফুটবল টুর্নামেন্টে সোনারগাঁ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (২০ অক্টোবর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) পুরো নারায়নগঞ্জ জেলায় উভয় শাখায় চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁ উপজেলা।
নারায়ণগঞ্জ ওসমানী পৌর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সোনারগাঁয়ের বালিকা টিম ১-০ গোলে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর খেলায় সোনারগাঁয়ের বালক ফুটবল টিম ট্রাইব্রেকারে ৮-৭ গোলে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়নগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।
এমন কৃতিত্বপূর্ণ অর্জনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা চ্যাম্পিয়ন উভয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া, প্যানেল চেয়ারম্যান মোতালেব ভুইঁয়া প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন