নিউজ ডেস্ক: বন্দরে এম এইচ মডেল স্কুলের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও স্বল্পমূল্যে চোঁখের ছানি অপারেশন সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত ইস্পাহানি আরসিম এলাকায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসা ও স্বল্পমূল্যে চোখের ছানি অপারেশন সংক্রান্ত সেবা প্রদান করা হয়।
এসময় নারায়ণগঞ্জ গ্রীন আই হসপিটালের চক্ষ বিশেষজ্ঞ ডা: বিভিন্ন এলাকার প্রায় পাঁচশতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা ও সল্পমূল্যে চোঁখের ছানি অপারেশন সেবা প্রদান করেন।
ফ্রি চক্ষু চিকিৎসা ও স্বল্পমূল্যে চোখের ছানি অপারেশন সেবা প্রদানের সার্বিক সহযোগীতায় বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থা ও সার্বিক তত্বাবধানে ছিলেন এম এইচ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: মাজহারুল ইসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন