সোনারগাঁয়ে হরতালের সমর্থনে মান্নানের নির্দেশে বিএনপির মিছিল, অগ্নিসংযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

সোনারগাঁয়ে হরতালের সমর্থনে মান্নানের নির্দেশে বিএনপির মিছিল, অগ্নিসংযোগ


সোনারগাঁ প্রতিনিধিঃ
- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে হরতালের সমর্থনে মিছিল, সড়ক অবরোধ ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।


রোববার বিএনপির ডাকা হরতালের সমর্থনে দলের নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এসব মিছিল করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


জানা যায়, উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা সরে যায়।


সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, দলের ডাকা হরতালের সমর্থনে সোনারগাঁ জুড়ে আমাদের নেতাকর্মীরা কর্মসূচী পালন করেছে।এ ছাড়া সাধারণ মানুষও আমাদের হরতালে সমর্থন দিয়েছেন।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মহাসড়কে তারা টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছিল, পুলিশ খবর পেয়ে যাবার আগেই তারা সরে যায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭