মোঃ নুর নবী জনিঃ-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মারীখালী ব্রিজের নীচে নদ থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ ।
বুধবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, মারীখালী নদের পিরোজপুর অংশে ২৪/২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশেকে খবর দিলে সোনারগাঁ থানা ও বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের দল ঘটনা স্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। অজ্ঞাত যুবকের লাশের পরনে নীল রংঙের জিন্সের প্যান্ট ও জুতা পরিহিত ছিল। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।
বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ মোসাবেরুল হক বলেন, মেঘনা নদীর শাখা মারীখালি নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন