সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেই আগুনে দগ্ধ হয়েছেন ট্রাকটির হেল্পার সায়মন (২৪)।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, রাত ৯টা ৪০মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন পাকুন্দা ও শিরাবো এলাকার মাঝামাঝিতে রাস্তার উপর একটি মালবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাকটির হেল্পার সায়মনকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দগ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। কারা, কীভাবে আগুন লাগিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এটি রাজনৈতিক সহিংসতার বলে প্রাথমিক ধারণা এই পুলিশ কর্মকর্তার। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন