রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-রূপগঞ্জের পূর্বাচলে এক খামারির গোয়ালঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার। রবিরাব ভোররাতে পূর্বাচলের ৮ নম্বর সেক্টরের একটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ্য খামারি সুর ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় গরুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘর তালাবদ্ধ করেন তিনি । সকালে ঘুম থেকে উঠে গোলালঘরের তালাভাঙ্গা অবস্থায় দেখতে পান তিনি।
ভোররাতের যে কোন সময় চোরের দল ঘরের বেড়ার টিন কেটে গোয়ালে প্রবেশ করে খামারে থাকা ৪টি গরু নিয়ে পালিয়ে গেছে। এতে তার অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে পুলিশকে তাৎক্ষণিকভাবে খবর দিলে ঘটনাটি পরিদর্শন করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত খামারিকে সর্বোচ্চ আইনী সহায়তা প্রদান করবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন