নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে আ.লীগ থেকে মনোনয়ন পেলেন কায়সার হাসনাত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে আ.লীগ থেকে মনোনয়ন পেলেন কায়সার হাসনাত


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে বাংলাদেশ  আওয়ামীলীগের মনোনীত নৌকার মনোনয়ন পেলেন সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত।


রোববার বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। 


এসময় নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে কায়সার হাসনাতের নামটি ঘোষনা করা হয়।



উল্লেখ্য কায়সার হাসনাত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিএনপি ও চার দলীয় ঐক্য জোটের প্রার্থী সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী রেজাউল করিমকে ৮২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ নির্বাচনে জয়লাভ করেন।


এরপর ২০১৪ সালে নির্বাচনে তাকে মনোনয়ন বঞ্চিত করে, তার চাচা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়। সেই নির্বাচনে মহাজোটের জন্য জাতীয়পার্টির লিয়াকত হোসেন খোকা এমপিকে এ আসনটি ছেড়ে দিলে লিয়াকত হোসেন খোকা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। 


এরপর ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে ফের এ আসনটি ছেড়ে দেয় মহাজোট। সেই নির্বাচনে লিয়াকত হোসেন খোকা বিপুল ভোটে জয়লাভ করেন। 


উল্লেখ্য দীর্ঘ ১০ বছর পর সোনারগাঁ আসন থেকে কায়সার হাসনাতকে আবারো আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭