পাভেলঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক এর নির্দেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিহত করতে রাজপথ দখলে নিয়ে মিছিল-মিটিং, সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার উপজেলার পৌর এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপর্দী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়ার সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগের সদস্য ঝলকের নির্দেশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চৈতি গার্মেন্টসের সামনে নেতাকর্মীদের নিয়ে মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন।
এসময় তার সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মোহাম্মদ হোসাইন বলেন, গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় বিএনপি-জামায়াত। এদের প্রতিহত করতে মারুফুল ইসলাম ঝলকের নেতৃত্বে মাঠে আছি। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে এবং জনগণের জানমাল রক্ষায় আমাদের নেতাকর্মী রাজপথে অবস্থান করছে। বিভিন্ন এলাকায় আমরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছি। আমরা সতর্ক আছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন