মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একই দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁচপুর ইউপির কাঁচপুর ব্রিজের নিচ থেকে ও বৈদ্যের বাজার ইউপির হামছাদী এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়|
সোনারগাঁ থানা পুলিশের এসআই (সেকেন্ড) অফিসার পঙ্কজ কান্তি সরকার জানান,উপজেলার বৈদ্যের বাজার ইউপির হামছাদী বিল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল কুদ্দুছ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয় । মৃত কুদ্দুছ হামছাদী গ্রামের হোসেনে আলীর ছেলে। সে একজন মাদকাসক্ত বলে জানায় তিনি ।
অপর দিকে উপজেলার কাঁচপুর ব্রিজের নিচ থেকে শফিকুল ইসলাম বাবু নামের এক প্রাইভেটকার চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাফিকুল ইসলাম বাবু নরসিংদী জেলার রায়পুর থানার কামারপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন