মোঃ নুর নবী জনিঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে আ.লীগের মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান উল ইসলামের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমাকালে সোনারগাঁ উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভূঁইয়া, সহ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, কেন্দ্রীয় মহিলা লীগের প্রচার সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা . লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, উপজেলা মহিলা নেত্রী এ্যাড. নূরজাহানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন