মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।
শুক্রবার (১৫ই ডিসেম্বর) রাত আনুমানিক ৮ টার দিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে মেঘনা টোল প্লাজা এলাকা হতে সোনারগাঁ থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামে একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৭৮৯২) আটক করে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো-মো: শরিফুল ইসলাম (৩৫), মো: মাইনুদ্দিন (৩০) ও মো: সাইফুল ইসলাম (২৩)। তারা তিনজনই দীর্ঘদিন যাবৎ বাসের চালক, হেলপার এবং সুপারভাইজার সেজে মাদক পাচার করে আসছে।
পুলিশ জানায়,কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামে একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৭৮৯২) তে অভিযান পরিচালনা করে উক্ত বাসের যাত্রীদের মাথার উপরে থাকা কেবিন লাইটের ভিতর হতে ৫টি বড় বান্ডিলে থাকা ছোট ছোট জিপার প্যাকেটে মোট ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন