মোঃ নুর নবী জনিঃ-মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদ ও বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সোনারাগাঁয়ের শহীদ মজনু পার্কের বুদ্ধিজীবি বিজয় স্তম্ভে ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ও এমপি খোকার সহধর্মিনী মিসেস ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,সহ-সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু ,গরীবে নেওয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,জাপা নেতা মুক্তার হোসেন,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি,যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন আক্তার পান্না,সদস্য সচিব নার্গিস আক্তার,সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সাধার সম্পাদক হারুন উর রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার,সিনিয়র সহ-সভাপতি হাজ্বী শ্যামল শিকদার, বদিউজ্জামাল বদু মেম্বার,পিরোজপুর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির,মান্নান মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু,পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমামসহ বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টি ও এর অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন