মেঘনায় সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনে বাধা দিলেন প্রধান শিক্ষক - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মেঘনায় সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনে বাধা দিলেন প্রধান শিক্ষক


মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লা মেঘমা উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম এর বিরুদ্ধে সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ই ডিসেম্বর ২০২৩) দৈনিক ভোরের কাগজ'র মেঘনা প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল মোল্লা ওইদিন দুপুরের দিকে বিজয় দিবসের মোহরা প্রশিক্ষণের সংবাদ সংগ্রহ করতে যান এবং পেশাগত কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম সহ শিক্ষকবৃন্দ তাকে একা পেয়ে বাধা প্রদান করেন। এমনকি তার মুঠোফোনে ধারণকৃত ছবি ও ভিডিও কর্তন করতে জোরপূর্বক বাধ্য করেন। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা, শিক্ষার্থীদের দিয়ে লাঞ্চিত করা ও জঙ্গি অপবাদ দিয়ে পুলিশে সোপর্দ করারও ভয় দেখান।

এ বিষয়ে মো. ইব্রাহীম খলিল মোল্লা আমাদেরকে জানান, আমি গত বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) বিকেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত পেশ করেছি। আমি সঠিক বিচারের অপেক্ষায় আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭