মোঃ নুর নবী জনিঃ-আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী লিয়াকত হোসেন খোকা। তারই ধারাবাহিকতায় এমপি খোকার জয়ের ধারা অব্যাহত রাখতে শনিবার সোনারগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার প্রতিটি ঘরে গিয়ে লাঙ্গলের ভোট চান এমপি খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।
এসময় তিনি সোনারগাঁ পৌরসভার রাস্তাঘাট,হাটে বাজারে দোকানে গিয়ে প্রতিটি মানুষকে লাঙ্গলে ভোট দেয়ার আহবান জানান।
এসময় ডালিয়া লিয়াকত বলেন,সোনারগাঁয়ের জনগন উন্নয়নের স্বার্থে আবারো এমপি হিসেবে খোকাকে চান। গত ১০ বছরে তিনি যে পরিমান উন্নয়ন করেছে এজন্য মানুষ তাকে মনে প্রানে চান। যাকে দিয়ে সোনারগাঁয়ের উন্নয়ন হবে ভোটাররা তাকেই বেছে নিবে।এই দিক লিয়াকত হোসেন খোকা উন্নয়ন দিয়ে মানুষের মনের কোঠায় রয়েছেন। আমরা প্রচারানায় এসে আমরা মানুষের কাছে ভালো সারা পাচ্ছি,কেননা ভোটাররা উন্নয়ন চান। জনগন এখন সচেতন,কাকে ভোট দিলে এলাকার কাজ হবে তারা জানে। আমরা বিশ্বাস করি ফেয়ার নির্বাচন হবে। সেই সাথে এই নির্বাচনে আমরাই জয়ী হবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা জাহানারা আক্তার,জায়েদা আক্তার মনি, আহবায়ক নাছিমা আক্তার পলি, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না,সদস্য সচিব নারগিস আক্তার,হনুফা বেগম, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু,পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন,৭নং ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন,৫ নং ওয়ার্ড জাপা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,জসিম উদ্দিনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন