মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ,রূপগঞ্জ, বন্দর ও সিদ্ধিরগঞ্জসহ ৪টি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষর করা এক অফিস আদেশে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করবেন এসএম কামরুজ্জামান। তিনি বর্তমানে আশুলিয়া থানার ওসির দায়িত্বে পালন করছেন।
রূপগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করবেন দীপক চন্দ্র সাহা। তিনি বর্তমানে রয়েছেন সাভার মডেল থানার ওসির দায়িত্বে।
বন্দর থানার (অফিসার ইনচার্জ) ওসি আবু বক্কর সিদ্দিককে সিদ্ধিরগঞ্জ থানায় ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে বন্দর থানায় বদলি করা হয়েছে।
উল্লেখ্য এর আগে, বৃহস্পতিবার সকালে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন