সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ঘরের দরজা বন্ধ করে অ্যাঙ্গেলের সাথে গলায় ফাঁস দিয়ে মোঃ আলতাফ হোসেন (৪৮) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর সকাল ৬ টায় দক্ষিণ এনায়েতনগর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের হাসান মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আলতাফ হোসেন জয়পুরহাটের সোনাপুর থানার মৃত মাহাতাফ হোসেনের ছেলে। তিনি ছিলেন দক্ষিণ এনায়েত নগর মোঃ হাসান মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
নিহতের স্ত্রী বলেন,আমার স্বামী দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। সকালে আমি টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে বাহির হইলে আমার স্বামী ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে ফেলে এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন