মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, ডা: মো: আল আমিন (জুনিয়র কনসালটন্ট, মেডিসিন),
ডা: মাশরুরা সিদ্দিকা (জুনিয়র কনসালটেন্ট, গাইনী),ডা: হাসমত উল্লাহ,ডা: তানজিলা সালাম,ডা: নাহিদ আফরোজ,ডা: শাহনূর হোসেন,ডা: নিগার সুলতানা
ডা: সাদমান হাসান (ডেন্টাল সার্জন) সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় সোনারগাঁ উপজেলার ২৬৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ২৫০ শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৮ হাজার ৫৯৭ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ৬৬ হাজার ৮৪৭ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন