মোঃ নুর নবী জনিঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা ও ২ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এই আসনে সর্বমোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এরই মধ্যে ২ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
সোমবার সকালে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন হতে বৈধ প্রার্থীরা হলোঃ- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জাতীয় পার্টি হতে বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে মো, মজিবুর রহমান মানিক, বাংলাদেশ সুপ্রিম পার্টি হতে মোহাম্মদ আসলাম হোসেন,বিএনএম হতে এবিএম ওয়ালিউর রহমান খান,বিকল্প ধারার বাংলাদেশ হতে নারায়ণ দাস, স্বতন্ত্র হতে এ.এইচ.এম মাসুদ এরফান হোসেন দীপ,মারুফ ইসলাম ঝলক, রুবিয়া সুলতানা ও মুক্তিজোট হতে মো. আরিফ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন