মোঃ নুর নবী জনিঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের পক্ষে উপজেলা আওয়ামী লীগের ১ নং সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।
বুধবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেকসহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ ও পথসভা করেন তিনি।
পথসভায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান ১ নং সদস্য মাহফুজুর রহমান কালাম নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের পক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন।
এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্ববান জানান তিনি।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,কৃষি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ,সদস্য সাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিবলু,সেচ্ছাসেবক লীগ নেতা গুলজার হোসেন, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন,আব্দুন নূর আমির, হযরত আলী,লোকমান, শাহীন, ছাত্রলীগ নেতা শামীমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন