সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের দুইটি ইউনিয়নে প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনা করেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন ।


তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, কাঁচপুর ইউনিয়নের ললাটি পূর্ব, পশ্চিম পাড়া ও সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার মোট ৪টি স্পট থেকে আনুমানিক দেড় হাজার আবাসিক চুলার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ৮০০ ফুট পাইপ। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 


এসময় উপস্থিত ছিলেন, তিতাসের সোনারগাঁ শাখার প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সোহেল, শাহিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের বিপুল সংখ্যক পুলিশ ।


এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলার সাদিপুর এলাকার স্থানীয় দালালচক্র টাকার বিনিময়ে ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়। প্রতিবারই গ্যাস লাইনগুলো কেটে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তার মাঝে দালাল চক্র মোটা অঙ্কের টাকা বাণিজ্য করে। ভোগান্তিতে পড়েন সাধারণ জনগন।আমরা এ থেকে পরিত্রাণ চাই। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭