নিউজ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইয়াবা পাচারকালে বাহাউদ্দিন রুমী নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকা থেকে ৩২ পিস ইয়াবাহসহ গ্রেফতার করে। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মজিবুর রহমান ও সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ সরকার।
চিহ্নিত মাদক ব্যবসায়ী বাহাউদ্দিন রুমি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দীন চুন্নুর ছেলে।
গ্রেফতারকৃত বাহাউদ্দীন রুমি ও রনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ ইতিপূর্বে তাদের বিভিন্ন মাদক সহ একাধিকবার গ্রেফতার হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসি ( তদন্ত) মো. মহসিন জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন