নিজস্ব প্রতিনিধিঃ ১ জানুয়ারি সারা দেশে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। তার অংশ হিসেবে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত সিনহা স্কুল এন্ড কলেজে সোমবার সকাল ১০টায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আলীমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিনহা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু এবং বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা একাডেমী সুপারভাইজার কাজল চন্দ্র পাল ও গভর্নিং বডির অভিভাবক সদস্য হাজী রাশেদ উপস্থিত ছিলেন।
এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি অধ্যক্ষ আশরাফ উল্লাহ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন