সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ভাই খোকন মোল্লাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ জানুয়ারি) সকালে ৮নং ওয়ার্ড গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরেক মাদক ব্যবসায়ী হলেন মো. রিপন (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ও ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন