সোনারগাঁ প্রতিনিধিঃ- আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকা ও লাঙ্গল উভয় পক্ষেরই প্রার্থী রয়েছে।
তবে বিগত ১০ বছর যাবৎ এই আসনটিতে লাঙ্গলের প্রার্থী লিয়াকত হোসেন খোকাই সংসদ সদস্য হিসেবে ছিলেন। এর আগে নৌকার পক্ষে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রতিপক্ষকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে পাঁচ বছর সংসদ সদস্য হিসেবে ছিলেন। তবে এই বছরের নির্বাচনে একই আসনের লাঙ্গল ও নৌকার উভয় পক্ষের প্রার্থী দেয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। গত ১০ বছরে লাঙ্গলের পক্ষে লিয়াকত হোসেন খোকা সংসদ সদস্য হিসেবে থাকায় এই আসনটিতে অসংখ্য লাঙ্গলের নেতাকর্মী তৈরি হয়েছে। তবে দীর্ঘ ১০ বছর পর আসনটিতে নৌকার প্রতীক পাওয়ায় বৃদ্ধি পাচ্ছে নৌকার কর্মী। অন্যদিকে লাঙ্গল বা অন্যান্য দল ত্যাগ করে নৌকায় যোগদানের সংখ্যাও কম নয়।
তারই অংশ হিসেবে বুধবার ৩রা জানুয়ারী দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকার গণসংযোগ কালে সাদিপুরের ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিন্টু মিয়া নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের উপস্থিতিতে আওয়ামী লীগে যোগদান করেন। নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার মিন্টু মিয়াকে ফুলের মালা পরিয়ে নিজ দলের কর্মী হিসেবে গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী ও সাদিপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সিঃ সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল, সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চায়েল মোল্লাহ ও দপ্তর সম্পাদক আব্দুর রহিমসহ আওয়ামী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন