নিজেস্ব প্রতিনিধিঃ- নাররায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি বাস থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের ১ টি বাস থেকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী থেকে বাসে ব্যাগটি সহ একটি ছেলে উঠে। পরে সে সায়েদাবাদ এলাকায় নেমে যায়। বাসটি সিদ্ধিরগঞ্জ পৌঁছালে বাসের সুপারভাইজার টিকেট যাচাই করার সময় ব্যাগটি দেখতে পায়। পরে ব্যাগের ভেতর বোমা সাদৃশ বস্তুটি দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে এটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, বোমা সাদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। যাচাই করে দেখা হচ্ছে এটি কি। পরে বিস্তারিত জানানো হবে।ব্যাগ বহনকারী ছেলের খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন