সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ


মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নজরুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 


বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা মাঝের চর সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে । 


নিহত মো. নজরুল ইসলাম উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন চর নোয়াগাঁও এলাকার সুবেদ আলীর ছেলে ও ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 


নিহতের স্বজনরা জানান,নজরুল বিকেলে সোনারগাঁ উপজেলার মাঝেরচর এলাকা থেকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া যাওয়া জন্য সিএনজি অটোরিকশা ভাড়া করেন । এ সময় স্ট্যান্ডে থাকা অপর অটোরিকশা চালক তাকে নামিয়ে লাইনে থাকা অন্য সিএনজি অটোরিকশা নিয়ে যেতে বলেন। এতে চালক ও স্ট্যান্ডের লোকজনের সঙ্গে সে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে নজরুলকে মারধর ও পিটিয়ে আহত করে তারা। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এবিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও বলেন এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭