লুতফা আক্তার ১৯ বছরের একটি ভারসাম্যহীন মেয়ে হারানো গিয়েছে। পিতা:- মোঃ আমান উল্লাহ, মাতা:- নাসিমা বেগম
গত ২৯/০১/২০২৪ইং সোমবার মেয়েটি তার নিজ বাড়ী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ফুলহর ২৭নং ওয়ার্ড এলাকা থেকে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।
মেয়েটির গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ফুট, বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কালো বোরকা এবং দুটি চাদর।
মেয়েটির নিখোঁজের বিষয়ে মেয়ের বাবা বন্দর থানায় একটি সাধারণ ডায়রি করেছে যার নং-১৪১০ তারিখ-৩১.০১.২০২৪ইং।
যদি কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিন্মোক্ত নাম্বারে অথবা বন্দর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হইলো।
মেয়ের বাবা মোঃ আমান উল্লাহ মোবাইল নং--01405466083,মেয়ের কাকা কাইয়ুম মিয়া মোবাইল নং--01713-504432
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন