মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র্যাব-১১র একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ৫,১৭০ পিছ ইয়াবা’সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার থানাবুড়িচং থানার শংকচাইল গ্রামের মোঃ ইউসুফ এর স্ত্রী কুসুম ওরপে কুলসুম (৩০), পটুয়াখালী জেলা ও থানার আঠারোগাছিয়া গ্রামের মোঃ দুলাল এর স্ত্রী মোছাঃ নাসিমা (২৬) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল গ্রামের সোনা মিয়ার ছেলে মোঃ ইউসুফ (৫৩)। এসময় তাদের কাছ থেকে ৫,১৭০ পিছ ইয়াবা এবং মাদক বিক্রয়ের ২৪,৫০০/- (চব্বিশ হাজার পাঁচশত) টাকা’ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন