মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক অটো-রিকসা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায়।
সোমবার দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে।
নিহত অটোরিকশা চালক রজ্জব আলী(৫৫)সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃত সদর আলীর ছেলে। তিনি অত্র গ্রামের মানিক মিয়ার অটোরিকশা প্রতিদিন জমা হিসেবে চালাতেন।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো.মহসিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন