বন্দরে অবৈধ ১৯ ইটভাটাকে ৭০ লক্ষ টাকা জরিমানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বন্দরে অবৈধ ১৯ ইটভাটাকে ৭০ লক্ষ টাকা জরিমানা


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ বন্দরে ১৯টি অবৈধ ইটভাটাকে ৭০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তিনটি ইটভাটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 


বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান,অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব কাজী তামজীদ আহাম্মেদ।


কাজী তামজীদ আহাম্মেদ বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশগত ছাড়পত্র না থাকা, মাটি ব্যবহার আইন, কৃষি জমির মাটি ব্যবহার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ভাটা স্থাপনের দায়ে মোট ১৯টি ইটভাটাকে ৭০ লক্ষ টাকা জরিমানা করা হয়।


এছাড়াও ইট ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি ইটভাটাকে এস্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 


এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭