রূপগঞ্জে মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আতংক! ডন সেলিম - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

রূপগঞ্জে মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আতংক! ডন সেলিম


মোঃ নুর নবী জনিঃ
-আই এম ব্যাক''-'স্টে উইথ মি', 'ডন ইজ ব্যাক'-এমন নানান হাঁকডাক দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন দেশের অনলাইন ক্যাসিনো ব্যবসার হোতা হিসেবে পরিচিত  রুপগন্জের গরিবের ডন সেলিম প্রধান।


দীর্ঘ ৪ বছর জেল খেটে জামিনে মুক্তি পেয়েই ফিরেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ৪ জন বডিগার্ড আর বাহারি পোশাক পরে গরিবের ডনখ্যাত সেলিম প্রধান বের হন মহাসড়কসহ পাড়া মহল্লায়।



সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ঘোষণা দিচ্ছেন রূপগঞ্জের মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করার পাশাপাশি রূপগঞ্জকে বিশ্বের উন্নত দেশের মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার আশ্বাস দিচ্ছেন তিনি। তিনি বলেন "রুপগন্জ মাই ফ্যামিলি"।


খোঁজ নিয়ে জানা গেছে, সেলিম প্রধান মাঝে মধ্যেই নিজের বডিগার্ডসহ বহর নিয়ে হাজির হন রূপগঞ্জের বিভিন্ন এলাকায়। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী প্রচারণায় বিতরণ করেন লিফলেট। ক্যামেরা নিয়ে নিজের চালানো কার্যক্রমের ভিডিও ধারণ করে রাখেন তার লোকজন।


নিজের কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে গরিবের ডনখ্যাত সেলিম প্রধান বলেন, 'আমি আমার আইডিয়া কাউকে বলিনি, বলবও না। কারণ দুষ্টচক্রের লোকজন যদি সেটা বুঝে যায়, তাহলে সামনে এগিয়ে যেতে বাঁধা সৃষ্টি করবে। তিনি বলেন চার বছর জেলে থাকার সময় আমি রূপগঞ্জের প্রতি বাড়তি টান অনুভব করেছি। তখন রূপগঞ্জের কাউকে দেখলে আপন মনে হতো। সেই অনুভূতি থেকেই ভালো কিছু করার চেষ্টা শুরু করেছি।


ঠিক কাদের দুষ্টচক্র হিসেবে চিহ্নিত করছেন এমন প্রশ্নে সেলিম প্রধান বলেন, 'দুষ্টচক্র হচ্ছে তারাই, যারা আপনার-আমার ক্ষতি করতে চায়। যারা কারও ভালো দেখলে তাকে টেনে পেছনে নামানোর চেষ্টা করে। তারা দেশের শত্রু ও আইনের চোখে অন্যায়কারী। এদের আমি দুষ্টচক্র বলি।


সামাজিক কার্যক্রম থেকে রাজনীতিতে আসার ইচ্ছা আছে কি না, জানতে  চাইলে সেলিম প্রধান  বলেন রাজনীতি হচ্ছে নীতির বিষয়। নীতিটা কি এখন আছে? থাকলে আসার বিষয় থাকত। যেহেতু এখন নীতির অভাব,তাই রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা শক্তি নেই আমার । আমি গরিবে পাশে সব সময় থাকতে চাই।


ডন সেলিম নামকরণের বিষয়ে তিনি বলেন, 'আমি ডন নাম পছন্দ করি এমন নয়, আপনারা (মিডিয়া) আমাকে ডন বানিয়েছেন। আমি কারাগার থেকে বেরিয়ে তাদের জানিয়ে দিয়েছি যে আমি গরিবের 'ডন'। তবে নিজেকে ডন পরিচয় দিলেও অপরাধ করেননি বলে দাবি করেন সেলিম প্রধান।। 


প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় সেলিম প্রধানকে। পরে তাঁর গুলশান ও বনানীর অফিসে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা, ৭৭ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা, ১২টি পাসপোর্ট, ১৩টি ব্যাংকের ৩২ চেক, ৪৮ বোতল মদ ও দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। ওই সময় বন্য প্রাণী সংরক্ষণ আইনে সেলিমকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭