জেলা প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান ও এ এস আই আশরাফুল ইসলাম।
তাদের ক্লোজের বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আহসান উল্লাহ।
এর আগে সোমবার রাতে তাদের দু'জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, সংযুক্তির ঘটনা পুলিশের রুটিন ওয়ার্ক।যেকোন সময় পুলিশে এমন ঘটনা হতেই পারে। কি কারণে তাদের ক্লোজ করা হয়েছে এমন প্রশ্নে তিনি এর বাইরে আর কোন মন্তব্য করতে রাজি হননি।
একটি সুত্র জানায়, রোববার মাদক পাচার সন্দেহে একটি পিকআপ ভ্যান আটক করে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান ও এ এস আই আশরাফুল সহ পুলিশ সদস্যরা। পরে পুলিশ গাড়ীটি ছেড়ে দেয় । ধারণা করা হচ্ছে সেই ঘটনায় তাদের ক্লোজ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন