নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে এনেছেন।
শনিবার ( ৩রা ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
এর আগে, ২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন