বন্দর প্রতিনিধিঃ-বন্দর উপজেলায় শয়তানের নিশ্বাস নামে মলম পার্টি এখন অবাধে ঘুরে বেরাচ্ছে বন্দরে। এই মলম পার্টির শিকার হয়েছেন বন্দর এইচ এম রোডের জামাই পাড়ার বাসিন্দা জুলেখা বেগম(৪৫)।
ভুক্তভোগী জুলেখা বেগম বলেন, তিনি গতকাল সকাল ১০ টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের কাছের রাস্তা দিয়ে বাসায় হেটে যাচ্ছিলেন এমন সময় দুইজন লোক তার কাছে এসে একটা ঠিকানা জানতে চায়। তারপর থেকে তিনি তাদের কথামত চলতে থাকে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় যেখানে দেখা যায় জুলেখা বেগম বন্দর গার্লস স্কুলের সামনের রাস্তা দিয়ে ছিনতাইকারীদের সাথে হেটে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাকে অজ্ঞান অবস্থায় তাকে বন্দর বাজার থাই টনিক রেস্টুরেন্টের সামনে পাওয়া যায়। জ্ঞান ফেরার পর তিনি তার পরিবারের লোকদের কাছে পুরো ঘটনা খুলে বলেন।
এ সময় জোলেখা বেগমের কাছ থেকে ছিনতাইকারীরা ০১টি মোবাইল ফোন, ০১টি সোনার আংটি, নগদ ৮হাজার টাকা, ০১টি সোনার নাকফুল ও হাতের পার্স নিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী নিখোঁজ থাকা অবস্থায় বন্দর থানায় একটা জিডি করেন।
এর মাসখানেক আগেও বন্দর রুপালী এলাকার ভাড়াটিয়া শ্যামলী নামে এক মহিলা কাছ থেকে মোবাইল, স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় এই চক্রটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন