সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত বছর বয়সী শিশু সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে বেসরকারি ক্লিনিকের প্রতিনিধিদের হামলার শিকার হয়েছেন মো. সাগর নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাগরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি ভবানীনাথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও ঘটনার পর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোশারফ হোসেন সিজানের কক্ষে বিষয়টির মিমাংসা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বেসরকারি মডার্ণ ডায়াগস্টিক সেন্টার হাসপাতাল নামের একটি ক্লিনিক রয়েছে। সেই ক্লিনিকের কয়েকজন প্রতিনিধি প্রতিদিন হাসপাতালে ঢুকে ডাক্তারদের কক্ষে রোগীদের টেস্ট লেখানোর চেষ্টা করে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাগর তার ৭ বছর বয়সী শিশু সন্তান সিজানের শ্বাসকষ্ট আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি টিকিট কেটে ১০৬ নম্বর কক্ষে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) সিমা খাতুন এর রুমের সামনে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে বেসরকারি মডার্ণ ডায়াগস্টিক সেন্টার হাসপাতালের প্রতিনিধি রিয়াদ হোসেন ওই কক্ষে একাধিক রোগীকে প্রবেশ করায়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে রিয়াদের নেতৃত্বে লিমন, আরিফ, হাসান, শহীদসহ ১০-১২ জনের একটি দল তাকে টেনে হেঁচড়ে অসুস্থ শিশু সন্তানের পিতাকে পিটিয়ে আহত করেন।
খবর পেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান উভয় পক্ষকে ডেকে তার কক্ষে নিয়ে মিমাংসা করে দেন।
স্থানীয়রা জানান, বেসরকারী মডার্ণ ডায়াগস্টিক সেন্টার হাসপাতালের লোকজন রোগীদের টেষ্ট দেওয়ার জন্য ডাক্তাদের কক্ষে বসে থাকেন। সেখানে ডাক্তারদের দিয়ে তারা অহেতুক টেষ্ট লিখিয়ে থাকেন। তাদের কর্মকান্ডে রোগীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ থেকে পরিত্রাণ দরকার।
অভিযুক্ত রিয়াদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এতে করে আমাদের হাসপাতালের সুনাম ক্ষুন্ন হয়েছে। বিষয়টি উভয়পক্ষকে ডেকে মিমাংসা করে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন