নারায়নগঞ্জ প্রতিনিধিঃ :-নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় (২ মার্চ) ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।
এসময় উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ রশিদ। দিবসটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ. মুহাইমিন আল জিহান।
অনুষ্ঠানে সভাপতি তো বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান বলেন যে ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। এক সময় দেশের ভোটার তালিকায় কোটি ও লাখের উপরে ভুয়া ভোটার ছিল। পরবর্তীতে সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের অধীনে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক স্মার্ট তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিত।
তিনি আরও বলেন, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি বলে জানান। অত্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ তার বক্তব্যে ,গণমাধ্যম কর্মীদেরকে জানান যে, উল্লেখ : দেশে ৬ষ্ঠ বারের ২ মার্চ ২০২৪ এর খসড়া তালিকা অনুযায়ী বাংলাদেশে এখন সর্বমোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন। আজ জাতীয় ভোটার দিবসে প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা,
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ বিভিন্ন দপ্তরের স্টাফ, উপজেলা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দসহ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের অফিসের স্টপ হাজী মোঃ বিল্লাল হোসেন, সোহেল রানা, আব্দুর রহমান, সাদ্দাম হোসেন, লিলি আক্তার, নুর আলম , শাওন প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন