নিজস্ব প্রতিনিধিঃ-বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখে পবিত্র রোজা রাখেন সবাই।তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আজ থেকে রোজা রাখা শুরু করেছেন হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা।
সোমবার প্রথম রোজা রাখা শুরু করার জন্য রোববার রাতে তারাবির নামাজও পড়েছেন তারা।
ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েকশ অনুসারী এ রোজা রাখছেন।
প্রথম তারাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা, গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার থেকে শতাধিক মুসল্লি অংশ নেন বলে জানা গেছে।
হযরত শাহ সুফী মমতাজিয়া মাদ্রাসার খতিব মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ বলেন, হানাফির মাযহাবের মতে পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে রোজা ঈদ পালন করার বিধান রয়েছে তাই আজ রোজা শুরু করছি। তারা হযরত হানাফি (রা.) মাযহাবের অনুসারী। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা গত একশ বছর আগ থেকে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী রোজা ও ঈদ পালন করে আসছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন