সোনারগাঁয়ে গণপিটুনিতে ৪ ডাকাত নিহতের ঘটনায় মামলা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২০ মার্চ, ২০২৪

সোনারগাঁয়ে গণপিটুনিতে ৪ ডাকাত নিহতের ঘটনায় মামলা


সোনারগাঁ সংবাদদাতাঃ
-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গনপিটুনিতে ডাকাত দলের ৪ সদস্য নিহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মামুন খাঁন মামলার বাদি হয়ে  অজ্ঞাত অনেক লোকজনকে আসামী করেন। গত সোমবার রাতে মামলাটি রুজু হয়।

জানা যায়, গত রোববার রাতে কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে একটি টিলার মধ্যে ১০-১২ জনের একটি ডাকাত দল পার্শ্ববর্তী কাজহরদী গ্রামের বানিয়া বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। 

এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে প্রথমে কাজহরদী গ্রামের মসজিদে মাইকে ডাকাতদের প্রতিহত করার ঘোষণা দেয়। কাজহরদী গ্রামের মাইকে ঘোষনার পর আশপাশের ৫-৭টি গ্রামের মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষনা দেওয়া হয়। এক পর্যায়ে গ্রামবাসী একত্রে হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। 

এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনিতে এসময় ডাকাত সর্দার জাকির হোসেন তার সহযোগী নবী হোসেন ও আব্দুর রহিম ও অজ্ঞাত আরো এক ডাকাত নিহত হয় ও মোহাম্মদ আলী নামের আরো এক ডাকাত আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম বলেন, গণপিটুনিতে ৪ ডাকাত নিহতের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। বিষয়টি গুরুত্বে সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭