মিতু আহমেদঃ-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টি আই একেএম শরফুদ্দিন জানান, নিহত ওই যুবক মোটর সাইকেলযোগে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা একটি যানবাহন মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
তিনি জানান,মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়েই অজ্ঞাত ওই যানবাহনটি পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন