বন্দরে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে গ্রেফতার-৪ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বন্দরে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে গ্রেফতার-৪


নিজস্ব প্রতিনিধিঃ
- অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে নারায়ণগঞ্জের বন্দর থেকে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 


মঙ্গলবার (১২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ'র কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।


গ্রেপ্তাররা হলো- মো. নাছির (৩৮), মো. সুমন (৩৮), মো. শাকিল মিয়া (২৪), মোঃ সালাউদ্দীন (২০)। এসময় তাদের হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এরআগে বন্দরের মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা এই পিকআপে ভাঙ্গারি মালামাল ভর্তি বস্তা বোঝাই অবস্থায়

অভিনব কায়দায় ওই বস্তার নীচে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করছিলো।

র‍্যাব জানায়. গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ

মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করতো। 


তাদের বিরুদ্ধে জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭