রূপগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে সংবর্ধনা ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ২৮ মার্চ বৃহস্পতিবার রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া, বীরমুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, মোমেন মিয়া, আব্দুল্লাহ আল-মামুন, নাজিম উদ্দিন ভুঁইয়া কুসুম, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহমতউল্লাহ, রূপগঞ্জ ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ ।
পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা পদক ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন