রুপগঞ্জে সাংবাদিক হত্যার চেষ্টাকারী সন্ত্রাসী ফারুক মেম্বার ও তার সহযোগীদের গ্রেফতার করছেনা পুলিশ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রুপগঞ্জে সাংবাদিক হত্যার চেষ্টাকারী সন্ত্রাসী ফারুক মেম্বার ও তার সহযোগীদের গ্রেফতার করছেনা পুলিশ


মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু ওমর ফারুক ও তার সহযোগী কর্তৃক সাংবাদিক মোঃ লিটন হোসেন ও আল আমিন কে হত্যার চেষ্টায় মামলায় কোন আসামীকে গ্রেফতার করেনি রুপগঞ্জ থানা পুলিশ।  

এ ব্যাপারে মামলার বাদী আব্দুল কুদ্দুস কে মামলা তুলে নিতে নানান ধরনের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।


রুপগঞ্জ থানায় দায়েরকৃত মামলা টি তুলে ধরা হলোঃ আঃ কুদ্দুস,পিতা-মৃত সজ্জত আলী, সাং-মাঝিনা নদীরপাড়, ওয়ার্ড নং-৪, ইউপি কায়েতপাড়া থানা রূপগঞ্জ জেলা-নারায়ণগঞ্জ। রূপগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আসামী  ওমর ফারুক ভূঁইয়া পিতা-আঃ রশিদ ভূঁইয়া,খুজা রাসেল পিতা-খুজা খালেক, উভয় সাং- ইছাখালী, মেহেদী, পিতা-ইকবাল হোসেন ডিব্বা, মনির, পিতা-মৃত মতিন, মিলন পিতা-মৃত লাল মাহমুদ,  শান্ত পিতা-মোর্শদা, রাজন  পিতা-অজ্ঞাত মাতা নাজমা বেগম, ছানু পিতা-মৃত রইসা,মোঃ মুরাদ পিতা-মোঃ আইয়ূর হোসেন,  মোঃ কাইয়্যুম পিতা-মোঃ মনির,রকিব  পিতা-মোঃ আমান, মোঃ মুন্না পিতা-মোঃ শরীফ,  জাহাঙ্গীর পিতা-অজ্ঞাত, মোঃ লোকমান পিতা-আঃ আজিজ, মোহাসিন পিতা-মোবারক, সর্ব গ্রাম মাঝিনা নদীর পাড়, মোঃ সাগর মিয়া  পিতা-মোঃ খোকন, মোঃ হিমেল পিতা মোঃ সাইদুল সাং মাউচ্ছাপাড়া গন খুবই উচ্ছৃংখল বেপরোয়া, মাদক সেবী, মাদক ব্যবসায়ী, খারাপ, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসী প্রকৃতির। গত ২২/০৩/২০২৪ তারিখ বেলা অনুমান ০২.০০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন মাঝিনা নদীরপাড় মোল্লাবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ হইতে আমার ছেলে আলামিন জুম্মার নামাজ শেষ করিয়া উক্ত মসজিদ এর সামনে রাস্তায় পৌছা মাত্র পূর্ব শত্রুুতার জের ধরিয়া চাকু পিস্তল লোহার রড, লাঠিসোটা ইত্যাদি দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র সজ্জিত হইয়া বেআইনী জোটবদ্ধ মসজিদের সামনে রাস্তায় আসিয়া সকল আসামীরা আমার ছেলে আল আমিনকে চারদিক হইতে ঘেরাও করিয়া পথরোধ করত অতর্কিতভাবে আক্রমন চালাইলে আমার ছেলে  কিছু বুঝে উঠার পূর্বেই সঞ্চল পৌঁছানো মাত্রই পূর্ব শত্রুতার জের ধরিয়া পূর্ব পরিকল্পিত ভাবে উপরোক্ত আসামীগন ও তাহাদের সঙ্গীয় অজ্ঞাত নামা আরো ৭/৮ জন আসামীরা ধারালো বামন, চাপাতি, চাইনিজ কুড়াল ছেনদা, সুইচ গিয়ার নিয়ে আসামীরা লোহার রড ও হকিস্টিক দিয়া এলোপাথারী ভাবে পিটাইয়া আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। ২নং আসামী খুন করার উদ্দেশো আমার ছেলে আলামিন এর গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করার চেষ্টা করিলে আমার ছেলে ধস্তাধস্তি করিয়া প্রাণে রক্ষা পাওয়া মাত্রই ৩, ৪, ৫, ৬ ও ৭নং নাল কোড আসামীগন আমার ছেলেকে ধরিয়া রাখিলে ১নং আসামী তাহার হাতে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দ্বারা খুন করার উদ্দেশ্যে ঘাই মারিয়া আমার ছেলে আলামিন এর ডান কোকসায় গুরুতর কাটা রক্তাক্ত জখম

 করে এবং আমার ছেলের পেটের ভুরি বাহির করিয়া ফেলে। ২নং আসামী লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে আমার ছেলের মাথা বরাবর বাড়ি মারিলে আমার ছেলে ডান হাত দিয়া ঠেকাইলে আমার ছেলের ডান হাতের বাহুতে গুরুতর হাড় ফাটা জখম হয়। ৮,৯,১০ ও ১১ নং আসামীগন লোহার রড ও হকিষ্টিক -দিয়া পিটাইয়া আমার ছেলের বুকে পিঠে কোমরেসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। আমার ছেলের ডাক-চিৎকার শুনিয়া আমার প্রতিবেশী কেরামত আলী (৬৫) পিতা-মাহমদ আলী মুন্সি ও মাহমুতল্লাহ (৪৫) পিতা-ইমান আলী সাউদ, উভয় গ্রাম-মাঝিনা নদীরপাড়, থানা-রাপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ দ্বয় মসজিদ এর ভিতর থেকে আগাইয়া গিয়া আসামীদের কবল হইতে আমার ছেলেকে উদ্ধারের চেষ্টা করিলে উপরোক্ত আসামীরা মসজিদের ভিতরে প্রবেশ করিয়া আমার প্রতিবেশী কেরামত আলীকেও মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ৬নং আসামী তাহার হাতে থাকা লোহার রড দিয়া স্বজোরে আঘাত করিয়া কেরামত আলীর মাঝায় মারাত্মক জখম করে। ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ নং আসামীগন লোহার লাঠি ও হকিস্টিক দিয়া এলোপাথারী ভাবে পিটাইয়া মাহমতুল্লার বুকে পিঠে কোমরেসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। ৯নং আসামী হকিষ্টিক দিয়া খুন করার উদেশ্যে মাহমুতউল্লাহর মাথা বরাবর বাড়ি মারিলে জীবন রক্ষার্থে বাম হাত দিয়া ঠকাইলে মাহমতুল্লার বাম হাতের কুনুইতে গুরুতর খাড় ফাটা জখম হয়। ১৬নং আসামী লোহার রড দিয়া স্বজোনে আঘাত করিয়া মাহমতুল্লাহর বাম হাতের বাহুতে মারাত্মাক ফাটা রক্তাক্ত জখম করে। এরই মধ্যে জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকম এর বিশেষ প্রতিনিধি মোঃ গাফফার হোসেন লিটন (৪৭) পিতা-রফিজ উদ্দিন মোল্লা গ্রাম-চাষারা, থানা-ফতুল্লা জেলা-নারায়ণগঞ্জ ঘটনাস্থলে উপস্থিত হইয়া সংবাদ সংগ্রহের চেষ্টাকালে উপরোক্ত আসামীগন মোঃ গাফফার এর উপর আক্রমন করিয়া লোহার রড ও লাঠি যারা এলোপাথারী ভাবে পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম করে। ২নং আসামী তাহার খাতে থাকা ধারালো চাপাতি দিয়া খুন করার উদ্দেশ্যে কোপ মারিয়া পিঠের মাঝখানে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। হৈ চৈ শুনিয়া মসজিদের মুসল্লীগণসহ আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিতে থাকিলে ১ ও ২নং আসামীদ্বয় তাহাদের কোমরের কোচর হইতে পিস্তল বাহির করিয়া একাধিক ফাঁকা গুলি করিয়া ঘটনা হল হইতে দ্রুত চলিয়া যায়। যাওয়ার সময় আসামীগন বলে যে, তাহাদের সাথে বেশি বাড়াবাড়ি করিলে উক্ত ঘটনার বিষয় নিয়া মামলা মোকদ্দমা করিলে আমার ছেলেকেসহ বাড়ীর লোকজনদের খুন করিয়া লাশ গুম করিবে বলিয়া প্রাননাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। পরে আমিসহ আশপাশের লোকজন আমার ছেলে আলামিন, প্রতিবেশী মাহমতুল্লাহ, কেরামত আলীদেরকে উদ্ধার করিয়া রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া ভর্তি করিলে কর্তব্যরত ডাক্তার আলামিনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর আলামিন সুস্থ না হইলে উন্নত চিকিৎসার জন্য আলামিনকে ঢাকা  মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার্ড করেন। আমার ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

অপর দিকে রুপগঞ্জ থানা পুলিশ মামলার প্রধান আসামী ওমর ফারুক মেম্বার, খুজা রাসেল,শান্ত, মেহেদী কে গ্রেফতারে কোন পদক্ষেপ নিচ্ছেনা।


রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার সাহা বলেন,কিছু আসামী জামিন নিয়ে আসছে।বাকী আসামীদের গ্রেফতার তারের নির্দেশ দিয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭