নিজস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে দুঃস্থ ও অসহায় ২০০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ -৩ আসনের দুই দুইবারের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা।
বুধবার বিকাল থেকে রাত অব্ধি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চারটি ওয়ার্ডে ও সোনারগাঁও পৌরসভার চারটি ওয়ার্ডের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এই ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, ২টি কক মুরগি, ২ কেজি খিঁচুরির চাল, পোলাও চাল, সয়াবিন তেল,২ প্যাকেট সেমাই, ২ প্যাকেট দুধ, চিনি ও ১ কেজি লবণ।
এর আগে তিনি প্রতিদিনের ন্যায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে তাদের সাথে ইফতার করেন,পরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অটো- সিএনজি, রিক্সা ও ভ্যান ড্রাইভারদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন